দর্শক ঢুকছেন মাঠে, সাকিব বললেন ‘না ঢুকলেই ভালো’

0
65

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের মাঠে খেলা চলাকালীন সময়ে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ইদানিং বেড়েই চলেছে। এবারের বিপিএলেও মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে ধরতে এক দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন।

এরপর বিপিএলের সিলেট পর্বেও এক দর্শক ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন। এবার মঙ্গলবারও এক দর্শক নিরাপত্তা বেষ্টনি পার হয়ে মাঠে ঢুকে যান। ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান তখন ফিল্ডিংয়ে। হঠাৎ সেই দর্শকের মাঠে আগমনে খানিকটা ভড়কে যান বিশ্ব সেরা অলরাউন্ডার। অবশ্য নিরাপত্তাকর্মীরা দ্রুত সেই সাকিব ভক্তকে মাঠ থেকে নিয়ে যান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে বিপিএলের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। সাকিব সোজা উত্তর দিয়েছেন সেই প্রশ্নের। তিনি জানিয়েছেন এবারের বিপিএল উপভোগ করছেন। খেলা চলাকালীন সময়ে যেভাবে দর্শকরা মাঠে ঢুকে যাচ্ছেন, তাতে নিরাপত্তা ইস্যু প্রশ্নের মুখে পড়েছে। মাঠে দর্শক ঢুকে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘মাঠে না ঢুকলেই ভালো।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here