হাথুরুসিংহের ব্যাপারে কোনো ‘বক্তব্য’ নেই সাকিবের

0
81

নিজস্ব প্রতিবেদকঃ নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন চান্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নিউ সাউথ ওয়েলস। এদিকে রাসেল ডমিঙ্গো বাংলাদেশ কোচের পদ ছাড়ার পর এখন পর্যন্ত তার উত্তরসূরি হিসেবে কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। গুঞ্জন রয়েছে আবারো হাথুরুসিংহই ফিরছেন সাকিব আল হাসানদের কোচ হয়ে।

হাথুরুসিংহে আবার বাংলাদেশের কোচের পদে ফিরলে কেমন হবে? সাকিবকে এমন প্রশ্ন করা হয় মঙ্গলবার। ফরচুন বরিশালের অধিনায়ক এক কথায় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সাকিব জানান, এই ব্যাপারে তাঁর কোনো মন্তব্য নেই।

ম্যাচের আগের দিন সোমবার অবশ্য লম্বা সময় বোলিং অনুশীলন করেছিলেন নেটে। আর তাতেই মিলল সাফল্য। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘অনুশীলন তো সবসময় করাই হয়। কোনোকিছু যদি মনে হয় একটু বেটার করার প্রয়োজন তখন অনুশীলন করার চেষ্টা করি। কোনোটা কাজে আসে আবার কোনোটা আসে না। কিন্তু এটা একটা চলমান প্রসেস।’

নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, ‘নিজের ব্যাটিং ভালো লাগে, এনজয় করি। ভালো আসলে যতটা বলছেন আমার কাছে মনে হয় ততোটা না। হ্যাঁ ভালো যাচ্ছিল, তবে শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারিনি। আশা রাখছি টুর্নামেন্ট শুরুর সময় যেভাবে ব্যাটিং করছিলাম ওভাবেই যেন শেষ করতে পারি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here