স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের নিয়ে গল্প প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিদিনই ‘দ্য গ্রিন রেড স্টোরিতে’ কারো না কারো ভিডিও আসছে, আর সেখানে নিজেদের কথাগুলো উপস্থাপন করছেন ক্রিকেটাররা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার এসেছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের ভিডিও।
সেই ভিডিওতে শরিফুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ দলের পুরোটাই পরিবারের মতো। আর সেখানে বন্ধুর মতো আচরণ করেন সবাই। দলে সিনিয়র-জুনিয়র বিষয় কমই আসে। মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার খুবই সাবলীলভাবে অপেক্ষাকৃত জুনিয়র ক্রিকেটারদের সাথে মিশেন। সেই ভিডিওতে বিশ্বকাপ নিয়েও প্রত্যাশার কথা শুনিয়েছেন এই বাঁহাতি পেসার।
শরিফুল বলেন, ‘দলে সিনিয়র-জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর বন্ধুর মতো আচরণ…। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে, মনেই হয় না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো দলকে একদম চাঙ্গা করে রাখে।’
বিশ্বকাপ নিয়ে শরিফুলের ভাষ্য, ‘প্রতিটি বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে, আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post