দারুণ বোলিংয়ের পর মেহেদী-ফরহাদের ব্যাটে জিতলো গাজী গ্রুপ ক্রিকেটার্স

0
73
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এটি তৃতীয় জয় আসরে। অপরদিকে অগ্রণী ব্যাংকের ষষ্ঠ হার। দুই দলই সমান ৮টি করে ম্যাচ খেলেছে।

সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে পড়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে ৪৪ বলে ৭ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া ১ চার ও ২ ছয়ে ৩২ রান করেন আবু হায়দার রনি।

গাজী গ্রুপের হয়ে টিপু সুলতান ৩ উইকেট নেন সর্বোচ্চ। সুমন খান ২ উইকেট লাভ করেন।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার হাবিবুর রহমান সোহানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের দারুণ জুটি গড়েন মেহেদী মারুফ ও ফরহাদ হোসেইন। ৬৮ বলে ৫ বাউন্ডারিতে ৪৮ রান করে ফরহাদ ফিরলে ভাঙে সেই জুটি।

দলীয় ১৩৫ রানের মাথায় ফেরেন মারুফও। তবে এই ওপেনার ব্যক্তিগতভাবে হাঁকান ফিফটি, একইসাথে দলের জয়ের ভিতও গড়ে দিয়ে যান। যদিও তুলনামূলক ধীর গতিতে ব্যাট করেছিলেন। ৯৭ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন মারুফ। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি গাজী গ্রুপকে। রবি তেজা ও অধিনায়ক আকবর আলির অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে ভর করে ৭০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। রভি তেজা ৩১ ও আকবর ৯ রানে অপরাজিত থাকেন।

অগ্রণী ব্যাংকের হয়ে আজিম কাজী একাই ২ উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here