স্পোর্টস ডেস্কঃ ইনিংস বড় করতে পারলেন না নাঈম শেখ। আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরুর পর বোল্ড হয়েছেন এই ওপেনার। ১০ম ওভারে মুজিব উর রহমানের বলে তাঁর অফ স্টাম্প ভেঙ্গেছে। দারুণ খেলা নাঈম ৩২ বলে ২৮ রান করে ফিরেছেন। ৬ ওয়ানডের ক্যারিয়ারে এটিই এখন তাঁর সর্বোচ্চ স্কোর, আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৬ রান।
আফগানদের বিপক্ষে আজ জিতলে পরের পর্বে যাওয়ার আশা বেঁচে থাকবে বাংলাদেশের। আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে প্রতিপক্ষ আফগানিস্তান নির্ভার। বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
টস জিতেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এদিকে একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন। শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে দলে নেয়া হয়েছে। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশঃ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০