স্পোর্টস ডেস্ক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ পর্বে আসাদুল্লাহ আল গালিবের দুর্দান্ত এক ইনিংসে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজীর দুই হাফ সেঞ্চুরির ম্যাচে দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন গালিব।
আগে ব্যাট করা আবাহনী ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ডিএল মেথডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ২১৪ রান। গালিবের ৮৫ রানের ইনিংসের ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে গাজী গ্রুপ।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামা আবাহনী নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসানদের ব্যাটে চড়ে ৪৭.২ ওভারে ২৪৬ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন নাঈম শেখ। ৬৪ বলের ইনিংসে ছয় চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদুল হাসান। ৫৪ বলের ইনিংসে পাঁচ চার ও এক ছক্কা হাঁকান তিনি। ৪৩ রান এসেছে ওপেনার বিজয়ের ব্যাট থেকে। দুই চার ও এক ছক্কায় ৫৬ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়াও ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে টিপু সুলতান ৪টি, জয়নুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।
টার্গেটে ব্যাট করতে নামা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪৫ ওভারে ২১৫ রান টার্গেট দেওয়া হয়। গালিব ও মেহরাবের ব্যাটে ৪১.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে দলটি। আসাদুল্লাহ আল গালিব ৮৫ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৯৫ বলের ইনিংসে তিনি এগারোটি বাউন্ডারি হাঁকিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেছেন মেহরাব। ৬৭ বলের দুই চার ও তিন ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ৩০ রান করেছেন ওপেনার মেহেদী মারুফ।
আবাহনীর হয়ে তানভীর ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post