নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতেছে নিউজিল্যান্ড। সফরকারীরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আজ। বাংলাদেশ একাদশে পরিবর্তন এনেছে এই ম্যাচে।
এশিয়া কাপ অভিষেকে দারুণ বোলিং করা তানজিম হাসান সাকিবের জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে অভিষেক হচ্ছে তাঁর।
এদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নামছে কিউইরা। নিয়মিত তারকাদের ছাড়াই বাংলাদেশ সফরে আসা দলটি পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডেতে খানিকটা ভোগতে দেখা গেছে।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০