দ্য হানড্রেডে প্রধান কোচের দায়িত্ব পেলেন মাইক হাসি

0
70

স্পোর্টস ডেস্কঃ একশ বলের ক্রিকেট নিয়ে এসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটিতে অংশ নেয় ওয়েলশ ফায়ার। সেই ফ্র্যাঞ্চাইজির ছেলেদের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হাসি। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটারকে আসন্ন আসরের জন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

হাসি মূলত স্থলাভিষিক্ত হয়েছেন গ্যারি কার্স্টেনের। এই প্রোটিয়া কোচের অধীনে প্রথম দুই আসরে খুব একটা ভালো অবস্থায় ছিল না দলটি। যার ফলে কার্স্টেনের উপর আস্থা রাখতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। এবার তাই নতুন প্রধান কোচ হিসেবে হাসিকে নিয়োগ দিয়েছে ওয়েলশ ফায়ার।

খেলোয়াড়ি জীবন ছাড়ার পর কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন হাসি। আইপিএলসহ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করেছেন। এমনকি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ইংল্যান্ড জাতীয় দলেও। যার ফলে এই জায়গায় বেশ অভিজ্ঞতা রয়েছে হাসির।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here