শেষ বলে গিয়ে রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস

0
55

স্পোর্টস ডেস্কঃ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে গালফ জায়ান্টস। এমআই এমিরেটসকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করেছে তারা।

এম্রিরেটসের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে গালফ সহজ জয়ের পথে ছিল। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দ হারায়। ইনিংসের শেষ দুই ওভারে লাগতো ১৮ রান। ১৯তম ওভারে ডোয়াইন ব্রাভোর ওভারে গালফ ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান করলে ম্যাচে উত্তেজনা চলে।

শেষ ওভারে জর্ডান থম্পসনের চমৎকার বোলিংয়ে কোণঠাসা ছিল গালফ। তবে পরবর্তীতে ঘুরে যায় খানিকটা। একেবারে শেষ বলে প্রয়োজন ৩ রান, কিন্তু শিমরন হেটমায়ার ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

টপ অর্ডারে নেমে টম ব্যান্টন সর্বোচ্চ ৩৯ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রান করেন। এছাড়া জেমস ভিন্স ২৬, ক্রিস লিন ২৮ ও জেরার্ড এরাসমাস ২০ রান করে অবদান রাখেন জয়ে। হেটমায়ার ১৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে এমিরেটস ইনিংসের এক বল বাকি থাকতে ১৩৯ রানে অলআউট হয়ে পড়ে। এর মধ্যে শেষ ৮ উইকেট তারা হারায় মাত্র ৫১ রানে। ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরান ৩টি করে চার ও ছয়ের মারে এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ২৯ বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে। ২৫ বলের সেই ইনিংসে ২টি করে চার ও ছয় হাঁকান তিনি।

গালফের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট পান ডমিনিক ড্রেকস, ডেভিড ভিসে ও রেহান আহমেদ।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গালফ। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে ডেজার্ট। ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here