নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

0
49

স্পোর্টস ডেস্কঃ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া সেই আসর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। এই টুর্নামেন্টে সব ম্যাচ অফিসিয়ালই থাকবে নারী। আম্পায়ার থেকে শুরু করে ম্যাচ রেফারি, সবাই নারী থাকবে।

প্রথমবারের মতো ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কখনো ক্রিকেটের বৈশ্বিক আসরে এমন সম্পূর্ণ নারী অফিসিয়াল দ্বারা পরিচালিত হয়নি। যার ফলে নারীদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা মিলবে নতুন ইতিহাসের।

ম্যাচের অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার, চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারি সবাই থাকবে নারী। আসরে আম্পায়ার ও ম্যাচ রেফারিসহ ৩ জন অফিসিয়াল থাকছে ভারত থেকে। ২ জন করে আছেন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে। উইন্ডিজ ও নিউজিল্যান্ড থেকে আছেন ১ জন করে। এবার সব মিলিয়ে ১৩ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রথমবার বিশ্বকাপে দেখা যাবে ৭ জনকে।

আগামী ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে পর্দা নামবে ২৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে। বাংলাদেশসহ ১০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটিতে। ১৭ দিন আর ২৩ ম্যাচের টুর্নামেন্টে সব ম্যাচ অফিসিয়াল নারী রাখায় প্রশংসায় ভাসছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here