স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারল না বাংলাদেশ। বুধবার উইল ইয়াং ও হেনরি নিকোলাসের দাপুটে ব্যাটিংয়ে ২২ বল বাকি রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে কিউইরা। সিরিজের প্রথম ওয়ানডেও জিতেছিল স্বাগতিকরা।
বুধবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নাজমুল হোসেন শান্তর দল। ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে দলটি করে ২৯১ রান। জবাবে ৪৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরুর ১০ ওভারের মধ্যেই টাইগাররা হারায় এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসকে। ব্যাটিং–সহায়ক উইকেটেও নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই ব্যাটাররা।
ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলছেন, নতুন বলে এতগুলো উইকেট দেওয়ার কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তিনি বলেছেন, ‘উইকেট খুবই ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং-সিম ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে। তবে আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দু-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post