স্পোর্টস ডেস্কঃ জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্ত করে নতুন কোচ হিসেবে চেলসি ও পিএসজির সাবেক কোচ থমাস টুখেলকে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৩৫ বছর বয়সী নাগলসম্যানের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আগামী মাসে শেষ আটে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
ইউরোপ সেরার লড়াইয়ে আধিপত্য বিস্তার ধরে রাখা বাভারিয়ানরা কোচ নাগলসম্যানকে বরখাস্ত করায় বিস্মিত দলটির ডিফেন্ডার মাথাইস ডি লিট। কোচ ছাঁটাই প্রসঙ্গে তিনি বলেন, খবরটি তার কাছে অপ্রত্যাশিত ছিল। ডি লিট বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। আমরা লিগে দ্বিতীয় এবং (চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে) কাপের কোয়ার্টার-ফাইনালে আছি। আমরা এখনও সবকিছুর জন্য লড়ছি।’
নতুন কোচ টুখেলকেও নিজেদের জন্য আদর্শ বলে মনে করেন ডি লিট। বায়ার্নের এই ডিফেন্ডার বলেন, ‘কে কোচ হবেন, কর্মকর্তারা সেই সিদ্ধান্ত নেন। কিন্তু এটি একটি কঠিন সিদ্ধান্ত, যা মেনে নেওয়া কঠিন। তবে আমি এটাও বিশ্বাস করি যে টুখেল আমাদের জন্য উপযুক্ত একজন কোচ।’
টুখেলের অধীনে চেলসি ২০২১ সালে পোর্তোতে অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল। কিন্তু এবারের মৌসুম শুরুর সাথে সাথেই তিনি চাকরি হারান। এবার তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে জার্মান জায়ান্টদের। আগামী ১ এপ্রিল বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অধীনে প্রথম মাঠে নামতে যাচ্ছে বায়ার্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০