স্পোর্টস ডেস্কঃ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিজি রিভা মারা গেছেন। হার্ট অ্যাটাকের পর ইতালির সার্দিনিয়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে এক সপ্তাহ লড়াইয়ের পর গত রাতে হেরে গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৬৮ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতান রিভা। এরপর খেলেছেন বিশ্বকাপের (১৯৭০) ফাইনাল। কিন্তু পেলের ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে জেতা হয়নি বিশ্বকাপের শিরোপা। ইতালির হয়ে ৪২ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন তিনি। আজ ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি) রিভার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
এফআইজিসি তাদের এক বিবৃতিতে বলেছে, ‘ইতালীয় ফুটবল শোকাহত। কারণ, একজন সত্যিকারের এবং সঠিক জাতীয় নায়ক আমাদের ছেড়ে চলে গেছেন। গিগি রিভা ছিলেন একজন মহান মানুষ এবং অসাধারণ ফুটবলের একজন মূর্ত প্রতীক।’
১৯৬২ সালে লেনিয়ানো দিয়ে পেশাদার ফুটবলে পা রাখেন রিভা। যদিও সেখানে এক মৌসুম খেলে ক্যাগলিয়ারিতে যোগ দেন তিনি। এরপর ক্যারিয়ারের বাকি সময়টা সেই এক ক্লাবেই পার করে দেন রিভা। এই দলের হয়ে ৩১৫ ম্যাচ খেলে এই স্ট্রাইকার করেছেন ১৬৪ গোল। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যাগলিয়ারির হয়ে তার গোল ২০০’র বেশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post