নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ফুটবল কোচ মাসুক মিয়া আর নেই। (ইন্না…রাজিউন)। বার্ধক্যজনিত রোগে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন সিলেটের এই প্রবীণ ফুটবল কোচ।
আজ শনিবার বিকেলে সিলেট নগরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬২ বছর। এক স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মাসুক মিয়া সিলেটের প্রবীণ ফুটবল কোচ। অনেক তারকা ফুটবলার উঠে এসেছেন তাঁর হাত ধরে। সিলেটের ফুটবলের লাইফ লাইন বলা হতো এই কোচকে।
কোচিংয়ের পাশাপাশি সংগঠকেরও ভূমিকায় ছিলেন মাসুক মিয়া। সিলেট ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মৃত্যু অব্দী। সিলেট ইউনাইটেড একাডেমি পরিচালনা করতেন তিনি। যে একাডেমি দিয়েই উঠে এসেছেন সিলেটের অনেক তারকা ফুটবলার।
মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে। তার মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে সিলেটের ক্রীড়াঙ্গনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০