স্পোর্টস ডেস্কঃ ইএফএল কাপের ফাইনালে ওঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জয় পেয়েছিলো রেড ডেভিলরা। সেই জয়ের পরই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলো ইউনাইটেডের ফাইনাল।
বুধবার রাতে দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। দুই লেগ মিলিয়ে এরিক টেন হাগের দল ৫-০ ব্যবধানে জিতে পৌঁছে গেছে লিগ কাপের ফাইনালে। আগামী ২৬ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টারের জায়ান্টরা। আরেক সেমিফাইনালে দুই লেগেই সাউদাম্পটনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউক্যাসল।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭৩তম মিনিটে অ্যান্তেনিও মার্সিয়াল গোলের দেখা পান। এগিয়ে যায় ম্যান ইউ। প্রথম গোলের তিন মিনিট পরই মার্কাস রাশফোর্ডের পাস থেকে বল জালে জড়ান ফ্রেড। এ দুই গোলেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের দল। এ জয়ে দীর্ঘ ৬ বছর পর কোন শিরোপা জয়ের হাতছানি ম্যান ইউর সামনে।
সবশেষ ২০১৭ সালে আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ম্যান ইউ। রেড ডেভিলরা সেবার শিরোপা উঁচিয়ে ধরেছিল জোসে মরিনহোর অধীনে। মরিনহোর বিদায়ের পর এরিক টেন হাগের আগে ক্লাবটি কোচ বদলেছে তিনবার। তবে কেউই তাদেরকে শিরোপার স্বাদ দিতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০