স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত আর্সেনালের। এবার নিউক্যাসলের জালে গোল উৎসব করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। গত রাতে ৪-১ গোলে জিতেছে গানাররা। চলতি বছর লিগে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে সবগুলোই জিতল আর্সেনাল। এই ৬ জয়ে তাদের করা গোলসংখ্যা ২৫, অর্থাৎ ম্যাচপ্রতি ৪টিরও বেশি গোল! হজম করেছে ৩টি।
নিউক্যাসলকে হারিয়ে শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে আর্সেনাল। সমান ২৬টি করে ম্যাচ খেলেছে শীর্ষ তিন দল। লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে, ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। তৃতীয় আর্সেনালের সঙ্গে সিটির পার্থক্য ১ পয়েন্টের। অন্যদিকে আর্তেতার দলের পরে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬। আর ৪ গোল হজম করা নিউক্যাসল ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ৮ম।
ম্যাচের প্রথমার্ধে ২ গোল পেয়েছে আর্সেনাল। ১৮ মিনিটে আত্মঘাতী গোল সভেন বোটমানের। এরপর ২৪ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করেন কাই হাভার্টজ। বিরতির পর ৬৫ মিনিটে বুকায়ো সাকা ও ৬৯ মিনিটে জ্যাকুব কিউইর গোল এনে দেন আর্সেনালকে। নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে নিউক্যাসলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি জো উইলকের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post