স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন কাইল জেমিসন। বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে ডানহাতি এই পেসার ফিরলেও সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস। দুজনই সম্প্রতি পাকিস্তান সফর করেছিলেন।
আগামী ১৬-২০ ফেব্রুয়ারী বে ওভালে গোলাপী বলের দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ। এরপর ওয়েলিংটনে হবে দ্বিতীয় টেস্ট।
অফ-স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে পেস বোলিং গ্রুপে অধিনায়ক টিম সাউদি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিল ওয়াগনার এবং ব্লেয়ার টিকনার থাকছেন।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, বেন ফোকস, উইল জ্যাকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট ও অলি স্টোন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০