স্পোর্টস ডেস্কঃ ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জিতল ইংল্যান্ড। জয়ের জন্য ৩৯৪ রানের লক্ষ্য নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান তোলে। চতুর্থ দিনে স্বাগতিকরা অল-আউট হয়ে যায় ১২৬ রানে। ২৬৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড। এর আগে শেষবার ইংলিশরা তাসমান সাগরপাড়ের দেশে টেস্ট ম্য়াচ জিতেছিল ২০০৮ সালে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড করেছিল ৩০৬ রান। তবে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৩৭৫ রান করলে ম্যাচটা বেশ কঠিন হয়ে কিউইদের জন্য। চতুর্থ ইনিংসে জেমস অ্যান্ডারসন-স্ট্রুয়ার্ট ব্রডের তোপে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি টিম সাউদির দল। একা লড়াই করেছেন ড্যারিল মিচেল। টেস্ট মেজাজে করেছেন ফিফটি। ৫৭ রান করেছেন এই ব্যাটার। আর কোনো কিউই ব্যাটার দাঁড়াতে পারেন নি উইকেটে। ব্রড ও অ্যান্ডারসন ৪টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ওলি রবিনসন ও জ্যাক লিচ।
দুই ইনিংসে ৮৯ ও ৫৪ রানের আগ্রাসী দুটি ইনিংসে ম্যাচের সেরা হ্যারি ব্রুক। ৫ টেস্ট খেলে ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের গড় ৭৭.৮৭, স্ট্রাইক রেট ৯৬.৮৮!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post