স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ব্যাঙ্গালোরে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে দুদলের ম্যাচটি। এই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে তাহলে তাদের আশা বেঁচে থাকবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির। অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই কিউইদের।
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে টস জিতেছেন কেন উইলিয়াসন। কিউই অধিনায়ক টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ানডে বিশ্বকাপে দু’দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার পক্ষে। কিউইদের বিপক্ষে ৬ ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (উইকেটকিপা, অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটকিপার), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০