নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে হারিস রউফ ধরে রেখেছেন গতির ধারাবাহিকতা। মঙ্গলবার খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হলো পাকিস্তানি এই পেসারের। মূলত জোরে বল করার কারণে বেশ পরিচিত এই ডানহাতি বোলার। চার বছর আগে বিগ ব্যাশে রেকর্ড গতির বল করে আসেন আলোচনায়। খুলনার বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রউফ জানিয়েছেন, গতিতে ঝড় তুলতে নিয়মিত ডিম খান তিনি।
রংপুরের জার্সিতে বিপিএল অভিষেকে উইকেট শূন্য ছিলেন রউফ। ম্যাচ শেষে এই বোলারের কাছে জানতে চাওয়া হয়েছিল গতির রহস্য। উত্তরে জানিয়েছেন, ‘আমার ইন্টারভিউ দেখলে পাবে (হাসি)… ডিম খাই। ডিম থেকে মূলত প্রোটিনটা নিই। ফাস্ট বোলারের জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। আপনার শরীরে পরিমিত প্রোটিন থাকলে আপনি মাঠে ভালো পারফর্ম করবেন।’
‘পেস বাড়াতে চাইলে… আপনি যদি ১৩০-১৩৫ কিমিতে বোলিং করেন, তাহলে আরও ৫ কিমি বাড়াতে পারবেন। এমন না যে ৬-৮ মাসের ট্রেনিংয়ের পর আপনি ১৩০-১৩৫ থেকে ১৫০ কিমিতে বোলিং করতে পারবেন। এটি মূলত ৫ থেকে ১০ কিমি বাড়ানোর বিষয়। ডায়েট ও ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ।’- তিনি আরও যোগ করেন।
২৯ বছর বয়সী রউফ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল ও মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ মাতিয়ে পাকিস্তান সীমিত ওভারের দলে নিয়মিত হয়েছেন। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের ভরসার নাম হয়ে ওঠা এই ডানহাতি খেলেছেন ১ টেস্ট, ১৮ ওয়ানডে ও ৫৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। উইকেট পেয়েছেন যথাক্রমে ১, ৩০ ও ৭২। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪২ ম্যাচ খেলে হারিস রউফ পেয়েছেন ১৮৮ উইকেট।
Discussion about this post