স্পোর্টস ডেস্কঃ বায়ার্ন মিউনিখ সতীর্থ লেরয় সানের মুখে ঘুষি মারায় সাদিও মানেকে যে শাস্তির আওতায় আসতে হবে, তা অনুমিতই ছিল। শেষ পর্যন্তু অবশ্য গুরু পাপে লঘু দণ্ডই পেয়েছেন সেনেগালিজ এ ফরোয়ার্ড। মানেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ।
মানেকে ছাড়া শনিবার লিগ ম্যাচে খেলতে নেমেছিল বায়ার্ন। ঘরের মাঠে বাভারিয়ানরা হফেনহ্যামকে আতিথ্য দেয়। ম্যাচটি জেতা হয় নি টমাস টুখেলের দলের। ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। পয়েন্ট হারিয়েও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টুখেলের দল।
দিনের অন্য ম্যাচে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডও ড্র করেছে। ২৮ ম্যাচে ১৭ জয় ৮ ড্র ৫৯ পয়েন্ট বায়ার্নের। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়ার পয়েন্ট ৫৭। তারাও বায়ার্নের সমান ম্যাচ খেলেছে। ১৮ জয়ের সাথে তারা ড্র করেছে ৩ ম্যাচে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে আরবি লাইপজিগ।
হফেনহ্যামের বিপক্ষে শনিবারের ম্যাচে আগে গোল করে বায়ার্ন। তবে লিড ধরে রাখতে পারে নি তারা। মানেকে ছাড়া খেলতে নামা মিউনিখের দলটিকে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে দেন বেঞ্জামিন পাভার্ড। ৭১তম মিনিটে সমতায় ফেরে হফেনহ্যাম। গোল করেন আন্দ্রেক ক্রামারিচ। এরপর আক্রমণ করেও গোলের দেখা পায় নি স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০