স্পোর্টস ডেস্কঃ আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞার শঙ্কা জেগেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)। তবে সেই নিষেধাজ্ঞার শঙ্কা কেটে গেছে আপাতত। ফিফা ও কনমেবল থেকে কোনো নিষেধাজ্ঞা পাচ্ছে না ব্রাজিলের ফুটবল।
গেল ৭ ডিসেম্বর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজকে পদ থেকে সরিয়ে দিয়েছিল রিও ডি জেনিরোর আদালত। এরপর অন্তর্বর্তীকালীন একজন সভাপতিকেও নিয়োগ দেওয়া হয়। সিবিএফের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেয় আদালত।
আর এতেই নিষেধাজ্ঞার শঙ্কায় পড়ে দেশটি। ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) যৌথভাবে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকি দেয়। তারা জানায়, ফিফা ও কনমেবলের গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শন করার পরই নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। এর ব্যতয় হলে নিষিদ্ধ করা হবে।
এর মাঝেই গেল সপ্তাহে ব্রাজিলের উচ্চ আদালত রদ্রিগেজকে সিবিএফ সভাপতির পদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। উচ্চ আদালতের মতে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ব্রাজিল ফুটবলকে। এতে করে ব্রাজিল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এবং দেশের ফুটবলের ভাবমূর্তিও নষ্ট হবে।
আদালতের সেই রায়ের পরেই নিষেধাজ্ঞার শঙ্কা কেটে যায়। এবার আনুষ্ঠানিকভাবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার শঙ্কা নেই। ফিফার আইন বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া বলেন, ‘উচ্চ আদালতের সিদ্ধান্তে আমরা স্বস্তি অনুভব করছি। ব্রাজিলের ফুটবল মুক্ত ও গণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে এদনালদোকে সভাপতি হিসেবে পুনর্বহাল করেছে।’
‘আগে ব্রাজিল যেভাবে সভাপতি নির্বাচন করত, সেই পথে ফিরতে পারায় আমরা আনন্দিত। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার সর্বোচ্চ ঝুঁকির মধ্যে ছিল ব্রাজিলের ফুটবল। উচ্চ আদালতের সিদ্ধান্তের পর সেই সম্ভাবনা আর নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post