নেইমার নেই, মেসি নেই, পিএসজিকে শিরোপার দুয়ারে নিলেন এমবাপে

0
174

স্পোর্টস ডেস্ক:: নেইমার নেই অনেক দিন থেকে। চোটে পড়ে দলের বাইরে তিনি। সেই থেকে পিএসজিকে টানছিলেন কিলিয়ান এমবাপে-মেসি। এবার সেই মেসিও নিষিদ্ধ। লারিয়াঁর বিপক্ষে হারের পরের ম্যাচে পিএসজি ত্রয়েসকে হারিয়ে ‘রেকর্ড’ শিরোপার জয়ের পথে। ফরাসি তারকা ফরাসি জায়ান্টসদের শিরোপার দুয়ারে নিয়েছেন।

বিশ্ব সেরা তারকাদের নিয়েও পিএসজি ফরাসি লিগ ছাড়া তেমন কোনো সাফল্য পাচ্ছে না। তার ওপর ব্রাজিলিয়ান তারকার নেইমার চোটে পড়ে আছেন দলের বাইরে। দলের কোনো কাজেই আসছেন না তিনি। প্যারিসে যাওয়ার পর থেকেই চোট পিঁছু ছাড়ছে না তার। মেসি ও এমবাপে ছিলেন পিএসজির প্রাণ ভোমরা।

সেই মেসিও পিএসজির জার্সিতে যেনো হারিয়ে গেছে। প্রায় ম্যাচেই হারের পর দুয়ো শুনতে হয় তাকে। লারিয়াঁর বিপক্ষে হারের পর ক্লাবের অনুমতি না নিয়ে সৌদী আরবে গিয়ে ছিলেন। ফরাসি ক্লাবটি শাস্তি হিসেবে তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। যার কারণে ত্রয়েসের বিপক্ষেও মাঠে নামা হয়নি তার।

তবে মেসি না থাকলেও পিএসজির জয়ে কোনো সমস্যা হয়নি। এমবাপের গোলে লিড নেওয়ার পর দলটি ৩-১ ব্যবধানে জিতে লিগ শিরোপা জয়ের পথেই আছে। ৩৪ ম্যাচে ২৫ জয়ে ৭৮ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি।

রোববার রাতের ম্যাচে কিলিয়ান এমবাপেরা ৩-১ গোলে হারিয়েছে ত্রয়াকে। চার গোলের ম্যাচটির প্রথমার্ধে এসেছে এক গোল। দ্বিতীয়ার্ধে তিন গোল। পিছিয়ে পড়া ত্রয়া দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ে লিগ শিরোপা জয়ে পিএসজি আরো এক ধাপ এগিয়ে গেলো।

ম্যাচের শুরুতেই কিলিয়ান এমবাপের গোলে লিড নেয় পিএসজি। ম্যাচের ৮ম মিনিটেই ফরাসি তারকা দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পিছিয়ে পড়া ত্রয়েস বিরতির আগে ম্যাচে ফিরতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এগিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতির পর ত্রয়েস ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। পিএসজিও ব্যবধান বাড়াতে আক্রমণ বাড়িয়ে দেয়। দ্রুত ব্যবধানও বাড়িয়ে নেয় দলটি। ম্যাচের ৫৯তম মিনিটে বিতিনহার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপরই ব্যবধান কমায় ত্রয়েস। ম্যাচের ৮৩তম মিনিটে জেভিয়ার শ্যাভালেরিনর গোলে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ২-১।

ত্রয়েস যখন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠছিলো, ম্যাচের শেষ দিকে ফ্যাবিয়ান রুইজ তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ব্যবধান কমানোর মিনিট তিনেকের মধ্যে ম্যাচের ৮৬তম মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি। বাকী সময়ে আর গোল শোধ দিতে পারেনি ত্রয়েস। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here