স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আফগানিস্তান। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা। লখনৌতে আগে ব্যাট করে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ডাচরা। রান তাড়ায় রহমত শাহ ও হাশমাতউল্লাহ শহিদীর ফিফটিতে স্বস্তির জয় পায় আফগানরা।
১৮০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি আফগানিস্তান। তারা দলীয় ২৭ রানেই হারায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট। ফন বিকের লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১০ রান করা গুরবাজ। আরেক ওপেনার ইব্রাহীম জাদরানও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি আউট হয়েছেন ফন ডার মারওয়ার বলে বোল্ড হয়ে। ২০ রান করা ইব্রাহিম ফ্লাইটেড ডেলিভারিতে ইন সাইড এজ হয়ে বোল্ড হন। তৃতীয় উইকেটে রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদি যোগ করেন ৭৪ রান।
এই জুটিতেই আফগানিস্তানের জয়ের পথটা সহজ হয়ে যায়। রহমত আউট হয়েছেন হাফ সেঞ্চুরি করে ৫২ রানে। তাকে কট অ্যান্ড বোল্ড করে ফিরিয়েছেন জুলফিকার সাকিব। এই ডাচ স্পিনারের টসড আপ ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোলারের হাতেই ক্যাচ তুলে দেন এই অভিজ্ঞ আফগান ব্যাটার। বাকি সময়টা দেখেশুনে খেলে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন শহীদি ও আজমতউল্লাহ ওমরজাই।
এর আগে টস জিতে ব্যাট নেওয়া নেদারল্যান্ডস মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে। এরপর ৭০ রানের জুটি পেলেও তারা মাঝপথে খেই হারায়। তাদের টপ অর্ডারের টানা চার ব্যাটারই ফিরেছেন রানআউটে। ফলে ডাচরা আর বড় সংগ্রহ গড়তে পারেনি। এঙ্গেলব্রেখ্ট সর্বোচ্চ ৫৮ এবং ম্যাক্স ও’ডাউড ৪২ রান করেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি।
মুজিব-উর-রহমান ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার ওয়েসলি বারেসির উইকেট তুলে নেন। এর মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের শততম উইকেট তুলে নেন মুজিব। বারেসি ফেরেন মাত্র ১ রানে। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারানোর পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যান মিলে গড়েন ৭০ রানের জুটি। ফিফটির পথে ছিলেন ও’ডাউড।
কিন্তু ঝুঁকিপূর্ণ ২ রান নিতে গিয়ে ডিরেক্ট হিটে ও’ডাউডের স্টাম্প ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৪০ বলে ৯টি চারের বাউন্ডারিতে ৪২ রান করেন ডাচ ওপেনার। অ্যাকারম্যান ২৯ রানের বেশি করতে পারেন নি। তিনিও রান আউটের ফাঁদে পড়েন। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও রানের খাতা খোলার আগে রান আউট হয়ে যান। এঙ্গেলব্রেখট ৮৬ বলে ৬টি চারের বাউন্ডারিতে ৫৮ করেন। তিনিও ফেরেন রান আউটে। আফগানদের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন নবি। এছাড়া নুর আহমদ ৩১ রানে দুটি এবং মুজিব এক উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০