পয়েন্ট হারিয়ে মাঠ নিয়ে জাভির প্রশ্ন

0
59

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারো পয়েন্ট হারাল বার্সেলোনা। রোববার গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। এর আগে জিরোনার বিপক্ষে ম্যাচেও গোল করতে পারেন নি বার্সা ফরোয়ার্ডরা। প্রতিপক্ষের মাঠে ড্র করলেও চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের লিগ শিরোপার প্রতিদ্বন্দ্বী নেই।

রিয়াল মাদ্রিদের সমান ২৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সা। ২৯ ম্যাচে ২৩ জয় ও চতুর্থ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই জাভি হার্নান্দেজের দল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। গেতাফের মাঠে ৬৬ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য নেয় আটটি শট, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে।

মাঠের অবস্থা ভালো ছিল না, গেতাফের সঙ্গে ড্রয়ের পর বললেন বার্সা কোচ জাভি। অবশ্য তিনি দাবি করেছেন এটি কোনো অজুহাত নয়। জাভি বলেন, ‘মাঠ আমাদেরকে পিছু টেনে ধরেছে। আমরা যদিও এমন কিছুর প্রত্যাশা করেছিলাম, আগের দিন অনুশীলন করেছিলাম শুষ্ক মাঠে। তবে এখানে খেলা কঠিন এবং দেখার জন্যও এটা খুব ভালো কিছু নয়। বল মাঠে থমকে গেছে বারবার, খুব একটা গতিময় ছিল না। এটা তো এমনকি গেতাফের জন্যও ভালো নয়।’

গেতাফের মাঠ নিয়ে অস্বস্তি থাকলেও নিজেদের দ্রুত জয়ের ধারায় ফিরতে হবে, এমনটাই মনে করেন জাভি। তিন বলেন, ‘মাঠ ভালো থাকতে হবে, এটা তো একটা মৌলিক ব্যাপার। তবে এটা কোনো অজুহাত নয় এবং আমাদেরকে দ্রুত পথে ফিরতে হবে। মাঠের অবস্থা যতটা অস্বস্তিকর ছিল, সেটা বিবেচনায় এক পয়েন্টও খারাপ নয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here