নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটে টস হেরে আগে ব্যাট করতে নামেন কিউইরা। মিরপুরের ভেজা উইকেটে ৫ উইকেটে ১৩৬ রান করার পর বৃষ্টি নামে। ফলে ক্রিজ কভার দিয়ে ঢেকে দেন মাঠকর্মীরা।
বৃষ্টি নামার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও কোল ম্যাককঞ্চি দুজনেই ৮ রান করে অপরাজিত ছিলেন। বৃষ্টি না থামায় রাত ৮-২৬ মিনিটের দিকে এসেছে ম্যাচ পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা। একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দু’দল। সিরিজের পরের ম্যাচটিও হবে এখানে।
আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমান-তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপেনাররা বেশ চাপে পড়ে। ৪.৩ ওভারে সফরকারীরা স্কোরবোর্ডে তুলতে পারে মোটে ৯ রান। তবে এরপরই বৃষ্টির হানা। প্রথম দফার এই বৃষ্টিতে প্রায় ২ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তাতে কমে আসে ম্যাচের দৈর্ঘ্য (৪২ ওভার)।
বৃষ্টির পর মুস্তাফিজ ফেরান ফিন অ্যালেনকে। উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ নেন নুরুল হাসান সোহান। ৯ রান করেন কিউই ওপেনার। এরপর আবারও ব্রেকথ্রু দিয়েছেন মুস্তাফিজ। এই পেসারের বের হয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন চ্যাড বোস। ৩ বল খেলে তার ব্যাট থেকে এসেছে ১ রান।
এরপর হেনরি নিকোলস-উইল ইয়াং জুটি গড়েন ৯৭ রানের। বাংলাদেশের মাটিতে তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের এটি রেকর্ড জুটি। মুস্তাফিজ বোলিংয়ে এসে নিকোলসকে ফেরান। তিনি থেমেছেন ৪৪ রানে। উইল ইয়াং ৮৩ বলে তুলে নেন ফিফটি। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১তম ওভারের নাসুমের দ্বিতীয় বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে নিজের বিপদ ডেকে আনেন ইয়াং।
৯১ বলে ইয়াংয়ের ব্যাট থেকে এসেছে ৫৮ রান। ১ ছক্কা ও ৪টি চার ছিল তাঁর ইনিংসে। সেই ওভারে আরেক উইকেটের দেখা পান নাসুম। এই বাঁহাতি স্পিনারকে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি রাচিন রবীন্দ্র। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। এরপর আউট দিতে বাধ্য হন আম্পায়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০