নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে দু’টি বিভাগীয় দলের প্রধান কোচের দায়িত্বে আছেন সিলেটের দু’জন কোচ। জাতীয় মহিলা দলের সাবেক প্রধান কোচ ও বিসিবির সিলেট বিভাগের সাবেক কোচ এ.কে.এম মাহমুদ ইমন পাঁচ বছর পর বিভাগীয় দলের দায়িত্বে ফিরেছেন। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ঢাকা মেট্রোর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।
দেশের শীর্ষ লিগে আট দলের মধ্যে দু’টিরই প্রধান কোচের দায়িত্বে সিলেটের দু’জন ক্রিকেট কোচ। এ.কে.এম মাহমুদ ইমন পাঁচ বছর পর সিলেট বিভাগীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি বেশ কয়েক বছর বিভাগীয় দলের কোচ ছিলেন। সর্বশেষ ২০২০ সালে নিজ বিভাগের প্রধান কোচ ছিলেন তিনি। এনসিএল টি-২০ ফরম্যাটের শুরুতে তিনি দায়িত্ব পালন করবেন। বিসিবির স্পেশাল কোচেরও দায়িত্ব পালন করছেন তিনি। রাজিন সালেহ লেভে থ্রি কোচিং কোর্স করছেন বিসিবির অধীনে। তাঁর জায়গায় দায়িত্ব পালন করছেন ইমন।
হবিগঞ্জের সাবেক পেস তারকা নাজমুল হোসেন বিসিবির কোচিং প্যানেলে আছেন। ‘এ’ দলসহ গুরুত্বপূর্ণ দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার ক্রিকেট বোর্ড তার উপর আস্থা রেখেছে ঢাকা মেট্রোর। আগামিকাল থেকে বগুড়ায় শুরু হচ্ছে এনসিএল। নিজ নিজ দলের হয়ে ডাগআউটে ময়দানি লড়াইয়ে নামবেন এই দুই কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































