স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগে স্পিন কোচ হিসেবে বাংলাদেশ দলে যুক্ত হন মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তাই বিশ্বকাপ শেষেই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তবে পাকিস্তানের এই কোচের কাজে অনেক খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য তাঁকে রেখে দিতে চায় বোর্ড।
নতুন করে দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে মুশতাককে। সেই প্রস্তাবে সারা দিয়েছেন মুশতাক আহমেদ নিজেও। যার ফলে আগামী দুই বছর সাকিব-রিশাদদের স্পিন গুরু হিসেবে তাঁকে দেখা যাবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এই ব্যাপারে পাপন বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত।’
নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত থাকার কথা রয়েছে মুশতাক আহমেদের। যার মধ্যে আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর বাইরে বিভিন্ন দ্বীপাক্ষিক সিরিজও রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post