স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামন। তাঁর বদলি হিসেবে ফিন অ্যালেন জায়গা পেয়েছিলেন। কিউই অধিনায়কের বদলি হিসেবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালেন।
ডানেডিনে বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬টি ছয় মেরেছেন অ্যালেন, খেলেছেন ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এত দিন এককভাবে ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। আফগানিস্তানের এ ওপেনার ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন ১৬টি ছয়।
৪৮ বলে শতক পূর্ণ করেছেন অ্যালেন, যা নিউজিল্যান্ডের পক্ষে এই সংস্করণে তৃতীয় দ্রুততম। উইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ডটি গ্লেন ফিলিপসের দখলে। ২০২০ সালে এই শতক হাঁকিয়েছিলেন। আর উইন্ডিজের বিপক্ষেই ২০১৮ সালে ৪৭ বলে শতক হাঁকিয়ে রেকর্ডটা তার আগে দখলে রেখেছিলেন কলিন মুনরো। এই দুটিই ছিল মাউন্ট মঙ্গানুইয়ে।
অ্যালেন এদিন সবচেয়ে বেশি পিটিয়েছেন হারিস রউফকে। ১৬ ছক্কার ৬টিই হজম করেছেন পাকিস্তানের এই গতি তারকা। যার মধ্যে ষষ্ঠ ওভারেই খেয়েছেন তিনটি। পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি হজম করেছেন ৪ ছক্কা। তৃতীয় ওভারে দুটি, বাকি দুটি ১৩তম ওভারে। টি-টোয়েন্টিতে এটিই নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোর। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়েও এর আগের রেকর্ডটা ছিল সুজি বেটসের দখলে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।
তবে শুধু ছেলেদের ক্রিকেট হিসেবে নিলে এর আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ব্রেন্ডন ম্যাককালামের। ২০১২ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান করেছিলেন বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্বে থাকা ম্যাককালাম। এদিকে অ্যালেনের রেকর্ড গড়া ইনিংসের দিনে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২৪ রান করে নিউজিল্যান্ড। পাকিস্তান ৭ উইকেটে ১৭৯ রানে আটকে যায়। ৪৫ রানে ম্যাচ জেতে অ্যালেনের দল। ৫ ম্যাচের সিরিজ খুইয়েছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। সিরিজের প্রথম দুই ম্যাচেও পাত্তা পায় নি সফরকারীরা।
Discussion about this post