স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছে গেছে টাইগাররা। তবে এই সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের শেষ পর্বে ডিআরএস ছিলো না।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজেও পাকিস্তান ক্রিকেট বোর্ড ডিআরএস রাখেনি। পিএসএল চলাকালীন ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা শুরু হয় পাকিস্তানের। এক পর্যায়ে আতংকে পাকিস্তান ছেড়ে যান ডিআরএস প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল। যুদ্ধবিরতির পর পুনরায় খেলা শুরু হলেও পাকিস্তানে ফেরেননি তারা। যার জন্য পিসিবিকে পিএসএল শেষ করতে হয় ডিআরএস ছাড়া।
পরিস্থিতি স্বাভাবিক হলেও বাংলাদেশ সিরিজেও ডিআরএস নেই। কারণ ডিআরএসের কর্মীরা পাকিস্তানে ফিরেননি। বাংলাদেশ দলকে ইতোমধ্যে সিদ্ধান্ত অবগত করা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ডিআরএস না থাকায় সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনা চলছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০