নিজস্ব প্রতিবেদকঃ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর সেখানে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন ওয়াহাব রিয়াজ। বর্তমানে সিলেট পর্বে বিপিএল চলছে। আর সেখানে অংশ নিতেই সিলেটে অবস্থান করছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সিলেটে থাকাকালীনই এক সুসংবাদ শুনলেন তিনি।
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রিয়াজ। পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। আর সেখানে রয়েছে তাঁর নাম। তবে রিয়াজের প্রাপ্তির খবর জানেন না খুলনা টাইগার্সের অধিনায়ক ইয়াসির আলী।
শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে ইয়াসির জানান, তিনি জানতেন না মন্ত্রীত্ব পেয়েছেন রিয়াজ। খুলনার অধিনায়ক বলেন, ‘সত্যি! আমি জানতাম রিয়াজ রাজনীতির সাথে জড়িত। কিন্তু মন্ত্রী হওয়ার খবর জানিনা। এখন তাঁকে অভিনন্দন জানাতে হবে।’
রিয়াজের মন্ত্রী হওয়ার খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারই সতীর্থ আজম খান। দুজনই খুলনা টাইগার্সের এই পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সাথে চিল করছি’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ব্যস্ত মানুষ লিখেছেন।
জানা গেছে খুব শীঘ্রই মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন রিয়াজ। তবে আপাতত সেটি সম্ভব হচ্ছে না বিপিএল খেলার কারণে। পাকিস্তানি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিদেশি লিগের সাথে তার একটি চুক্তি থাকায় এখন নিতে পারছেন না শপথ। তবে জানা গেছে, বিপিএল শেষ করেই শপথ নেবেন রিয়াজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০