স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগে ক্যারিবিয়ান ক্রিকেট কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে বৃথা গেলো বাবর আজমের হাফ সেঞ্চুরি। ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেও পেশোয়ার জালমিকে জেতাতে পারেননি বাবর। সাত উইকেটে তার দলকে হারিয়েছে করাচি।
আগে ব্যাট করা পেশোয়ার জালমি বাবর আজমের ব্যাটে ১৫৪ রান তুলেছিলে। জবাবে ব্যাট করতে নামা করাচি কিংস পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা করাচি কিংস পোলার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখে সাত উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে ২১ বলে ৪৯ রানের মারমুখী ইনিংস খেলে অপরাজিত থাকেন পোলার্ড। চারটি চার ও চারটি ছক্কায় সাজিয়েছেন ম্যাচ জয়ী ইনিংসটি।
৩৮ রানে অপরাজিত থেকে পোলার্ডের সঙ্গী হয়ে মাঠ ছাড়েন জেমস ভিনিক। তিনটি চার ও এক ছক্কায় ৩০ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়াও ২৯ রান করেছেন শোয়েব মালিক।
পেশোয়ার জালমির হয়ে লুক উড ২টি উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা পেশোয়ার বাবর আজমের ফিফটিতে ইনিংসের এক বল বাকী থাকতে অলআউট হওয়ার আগে ১৫৪ রান তুলে। অধিনায়ক বাবর ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন সাত চার ও এক ছক্কা।
তিন চার ও দুই ছক্কায় ২৫ বলে ৩৯ রান করেছেন রভম্যান পাওয়েল। এছাড়া ২৩ রান এসেছে আসিফ আলীর ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
করাচি কিংসের হয়ে মীর হামজা ও হাসান আলী ৩টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































Discussion about this post