স্পোর্টস ডেস্কঃ নানা নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিনক্ষণ। ১৭ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। ১৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এক মাসের আসর। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘনিয়ে আসছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। যার ফলে অনিশ্চয়তায় ছিল পিএসএলের টুর্নামেন্ট। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পিসিবি। যার ফলে পিএসএল আয়োজন করতে আর বাঁধা রইলো না।
টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঠিক করেছে আয়োজকরা। এবার টুর্নামেন্ট হবে পাকিস্তানের চার শহরে। করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের টুর্নামেন্টে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে করাচিতে।
গেল আসরের মতো এবারও দুই ভাগে ভাগ হবে পিএসএল। শুরুতে মুলতান এবং লাহোরে ১৪টি ম্যাচ আয়োজিত হবে ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি। এরপর রাওয়ালপিন্ডি ও করাচিতে পিএসএলের ১৬টি ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ। সবশেষ প্লে অফের ম্যাচগুলো হবে করাচিতে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও সাবেক চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post