স্পোর্টস ডেস্কঃ চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এর মাঝেই আলোচনায় ভারতের কোচ। এই বিশ্বকাপ শেষেই বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে শেষ হবে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ। ইতিমধ্যেই নতুন করে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই, একইসাথে সেই নিয়োগের আবেদনের মেয়াদও শেষ হয়ে গেছে ইতিমধ্যে।
পুনরায় কোচ হিসেবে সেখানে আবেদন করার সুযোগ ছিল রাহুল দ্রাবিড়ের। তবে বর্তমান কোচ কোনো আবেদনই করেননি। আনুষ্ঠানিকভাবে সেটি দ্রাবিড় নিজে নিশ্চিত করেছেন। ভারতের সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে এই বিশ্বকাপই তার শেষ এসাইনমেন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘এটাই শেষ (টুর্নামেন্ট) হতে চলেছে যার দায়িত্বে আমি আছি। দুর্ভাগ্যবশত, আমার জীবনের এই পর্যায়ে যে ধরনের সূচী আছে এবং যেখানে আমি নিজেকে খুঁজে পেয়েছি, আমি মনে করি না আমি পুনরায় আবেদন করার মতো অবস্থানে রয়েছি।’
‘এটাই হবে আমার শেষ (বিশ্বকাপ)। তবে বলতে চাই যে, এটা (টুর্নামেন্টের তাৎপর্য) আমার জন্য আলাদা কিছু নয়। আমি কাজটি (কোচিং) করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতকে কোচিং করানো উপভোগ করেছি এবং আমি মনে করি এটি সত্যিই একটি বিশেষ কাজ।’
উল্লেখ্য, ভারতের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আরেক সাবেক তারকা গৌতম গম্ভীর। বিশ্বকাপের পর তিনিই রোহিত শর্মা, বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post