নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ ম্যাচে লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। আসরের চতুর্থ ম্যাচ হলেও, নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বরিশাল। যেখানে দলটি বড় এক চমক দিয়েছে শুরুতেই।
শনিবার ম্যাচের টস করতে আসেন দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ। যা কিনা অবাক করেছে সবাইকে। কেননা দলে আছেন সাকিব আল হাসানের মতো তারকা। গেলবার অধিনায়ক ছিলেন তিনি। শুধুমাত্র সাকিবই নয়, আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও আছেন।
তবে তাদেরকে ছাপিয়ে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। এর আগেও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মিরাজকে পাঠিয়েছিল বরিশাল। কিন্তু, তখন পর্যন্ত সাকিবকেই অধিনায়ক ধরা হচ্ছিল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্য অধিনায়ক ইস্যুতে নিজেদের অবস্থান ব্যাখ্যা ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ম্যাচ বাই ম্যাচ নির্ধারিত হবে অধিনায়ক। অর্থাৎ, কাউকে এককভাবে নেতৃত্ব দেওয়া হচ্ছে না। টিম ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নেবে প্রতি ম্যাচের আগে অধিনায়ক নিয়ে। যার ফলে প্রতি ম্যাচে আলাদা অধিনায়ক দেখা যেতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post