নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে গতকাল চট্টগ্রামে এসে পৌঁছেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। বৃহস্পতিবার দলীয় অনুশীলনে বেশ মনযোগী ছিলেন প্রথমবার বিপিএল খেলতে আসা এই পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। বিপিএলে খেলবেন এবারই প্রথম।
গত ডিসেম্বরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক আবরারের। অভিষেকেই তিনি ছড়িয়েছেন দ্যুতি। এক ইনিংসে নিয়েছেন ৭ উইকেট, ম্যাচে ১১ উইকেট। এখনো পর্যন্ত খেলা ৪ টেস্টে তার উইকেট সংখ্যা ২৮ টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট ১৯টি। পিএসএল খেলার অভিজ্ঞতা নিয়ে এবার বিপিএল মাতানোর অপেক্ষায় এই বোলার। প্রথমবার দেশের বাইরে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আবরারের।
বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে কুমিল্লার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আবরার। ইংরেজি আর উর্দুতে তিনি কথা বলেছেন উপস্থিত সাংবাদিকদের সাথে। উচ্ছ্বসিত কণ্ঠে আবরার বললেন, ‘বিপিএল খুব ভালো। সব বিশ্বের খেলোয়াড়রা এখানে আসছে। লিজেন্ড ক্রিকেটাররাও আসছে। আমার নিজের এসেও ভালো লাগছে। বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। বিদেশি অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে খেলার অপেক্ষায় আছি। মজা হবে। চেষ্টা থাকবে ভালো পারফরম্যান্স করার, যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতে যায়।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত জয়ের পথ খুঁজে পায়নি লিটন দাস, মোস্তাফিজুর রহমানদের নিয়ে গড়া কুমিল্লা। দুই ম্যাচে জয় অধরা চ্যাম্পিয়নদের। চট্টগ্রাম পর্বে কুমিল্লার প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি। তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের। ইতোমধ্যে কুমিল্লার স্কোয়াডে আবরারের সাথে যোগ দিয়েছেন চাদউইক ওয়াল্টনও।
Discussion about this post