স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। এর আগে কোনো সংস্করণেই দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দল। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, শারজাহতে এই সিরিজটি আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটির আয়োজক। যদিও এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, দুই বোর্ডের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি শেষ হবে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ব নির্ধারিত দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডের সিরিজ খেলার ঠিক আগে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
 
			 
                                
































Discussion about this post