স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকলে ইন্টার। এসি মিলান ১১ মিনিটের ঝড়ে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছে।
বুধবার রাতে সেমির প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে দেয় ইন্টার। শুরুতেই পিছিয়ে পড়া এসি মিলান আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলই মাঠ ছাড়ে মিলান। ম্যাচের পর দলের পারফরম্যান্সের প্রশংসা করলেন ইন্টার কোচ সিমোন ইনজাগি। তবে ইন্টার কোচ আফসোসও করলেন প্রথমার্ধে আরও গোল করতে না পারায়।
ইনজাগি বলেন, ‘ছেলেরা তাদের মন উজার করে আর মাথা দিয়ে খেলেছে। মাঠের সবটুকু অংশে তাদের বিচরণ ছিল। আমরা খুবই খুশি। তবে তারপরও মনে হয়, সামান্য কিছু ঘাটতি ছিল। প্রথমার্ধে অসাধারণ খেলেছি আমরা, অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু যতটা সুযোগ পেয়েছি, স্কোরলাইনে সেটির প্রতিফলন পড়েনি। আরও গোল করা উচিত ছিল আমাদের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০