নিজস্ব প্রতিবেদকঃ হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের ১০ উইকেট হাতে রেখে পাওয়া জয়টি বাংলাদেশের ইতিহাসে প্রথম।
বৃহস্পতিবার আগে ব্যাট করে মাত্র ১০১ রান করে আয়ারল্যান্ড। মাত্র ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। এটিই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। দলের জয়ে বড় অবদান রাখা এই পেসারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি।
অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪! দ্বিতীয় ওয়ানডেতে আইরিশ বোলারদের শাসন করেন এই উইকেটকিপার ব্যাটার। তাঁর রেকর্ড সেঞ্চুরির ম্যাচটি অবশ্য পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।
এই সিরিজে রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮। তাই সিরিজসেরার পুরস্কারটি উঠেছে মুশফিকের হাতে।
১০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ পায় দারুণ শুরু। ফিফটি হাঁকান লিটন। ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি করতে স্রেফ ৩৭ বল খেলেছেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল ১০টি চার। তামিম অপরাজিত থাকেন ৪১ রানে। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। জয়ের আগে বাংলাদেশের ইনিংসে বাকি ছিল ২২১ বল। রানতাড়ায় বল বাকি থাকার হিসেবে এটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০