নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ। ব্যাটে-বলে প্রতিপক্ষকে পাত্তায়ই দেয়নি প্রাইম ব্যাংক। ম্যাচ সেরা হয়েছেন ১০৬ রানের ইনিংস খেলে জাকির হাসান।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল পুঁজি পায় প্রাইম ব্যাংক। এর মধ্যে উদ্বোধনী জুটিতেই ৩৬.১ ওভারে ২২২ রান তুলেন দুই ওপেনার জাকির হাসান ও শাহদাত হোসেন দিপু। দুজনই সেঞ্চুরির দেখা পান।
১০৬ বলে ১৩ বাউন্ডারিতে ১০৬ রান করা জাকিরের বিদায়ে ভাঙে সেই জুটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে জাকিরের এটি তৃতীয় সেঞ্চুরি। ইনজুরি থেকে ফিরে চলতি ডিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত ইনিংস খেললেন জাকির। বেশি সময় টেকেননি দিপু। দলের রান আড়াইশ পার হওয়ার আগে তিনিও আউট হন। তবে এর আগে ১১৯ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ১০৪ রানের ইনিংস। জাকিরের মতো লিস্ট ‘এ’ ক্রিকেটে দিপুরও এটি তৃতীয় সেঞ্চুরি।
এই দুজনের বিদায়ের পর আরও উইকেট হারিয়ে খানিক বিপাকে পড়লেও, বাকিটা সামলে নেন আল আমিন জুনিয়র। ২৭ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৬ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলের সংগ্রহ বিশাল জায়গায় নিয়ে যান।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চিরাগ জনি ৩টি ও আব্দুল হালিম ২টি উইকেট লাভ করেন।
৩৩১ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে গিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ধরে রাখতে পারেনি রূপগঞ্জ। একের পর এক ছোট ছোট জুটির পর নিয়মিত উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। বড় জুটি গড়তে না পারায় আর পেরে উঠেনি। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে মাত্র ১৫৭ রানেই গুঁটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস। দেখতে হয় বিশাল হার।
দলের পক্ষে ৩৮ বলে ২টি করে চার ও ছয়ের মারে সর্বোচ্চ ৩৮ রান করেন চিরাগ জনি। আশিক-উল-আলম নাইম দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন ও নাসির হোসেন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post