স্পোর্টস ডেস্ক:: বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে সিলেট ও রংপুর। লিগ পর্ব শেষে প্লে-অফের এলিমিনেট ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। টেবিলের তৃতীয় ও চতুর্থ দুই দলের এক দলকে আজকেই বিদায় নিতে হবে। জয়ী দল টিকে থাকবে ফাইনালের লড়াইয়ে। দ্বিতীয় সেমিফাইনালের জন্য।
ফাইনালের লড়াইয়ের আগে দুই দলই বেশ প্রস্তুুতি নিয়েছে। সিলেট টাইটান্স নিজেদের কথা মতো উড়িয়ে এনেছে দুই বিদেশী ক্রিকেটারকে। ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে নিয়ে সিলেট টাইটান্স ফাইনালের স্বপ্ন দেখছে। তারকা বহুল দল রংপুর রাইডার্স গ্রুপ পর্বে খুব সুবিধা করতে না পারলেও প্লে-অফে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে।
আজ দুপুর ১টায় সিলেটের বিপক্ষে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে লিটন কুমার দাসের দল। মেহেদী হাসান মিরাজের দলকে ফাইনাল খেলতে হলে আজ জিততেই হবে। রংপুরের কোচ মিকি আর্থার বেশ আত্মবিশ্বাসী। পরপর দুই জয়ে প্লে-অফ নিশ্চিত করা দলটির কোচ এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা শিরোপা জেতা থেকে ৩ ম্যাচ দূরে দাঁড়িয়ে আছি। এখন বড় ম্যাচ শুরু হচ্ছে। এই জায়গাটাতে আপনি মোমেন্টাম, আত্মবিশ্বাস ও জয় নিয়ে আসতে চাইবেন। আমরা যেটা পেয়েছি।’
বিপিএলের শুরুতে ছন্দে না থাকা সিলেট টাইন্স মঈন আলী দলে যোগ দেওয়ার পর ছন্দে ফেরে। ৪ নম্বর দল হিসেবে প্লে অফে উঠে। চায়ের শহরের ফ্র্যাঞ্চাইজিটি আগেই ঘোষণা দিয়েছিলো প্লে-অফে উঠলে ভালো মানের বিদেশী আনবে। রংপুরের বিপক্ষে ম্যাচের দুই ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস ও ক্রিস ওকসকে উড়িয়ে এনেছে সিলেট টাইটানস। এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে আশাবাদী দলটির আরেক ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস। তিনি বলেন, ‘আমাদের সেরাটা খেলতে হবে। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তবে উইকেট দ্রুত পড়ে গেলে স্মার্ট ক্রিকেট খেলাও জরুরি। সবাই খুব রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































