স্পোর্টস ডেস্ক:: আর মাত্র কিছু সময় পরই ইস্তাম্বুলে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছেন। তবে ফাইনাল শুরুর আগে ইস্তাম্বুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনালের মহারণ। আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তার আগে ইস্তাম্বুলে ফাইনাল ভেন্যুর দুই কিলোমিটার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোলডটকম জানিয়েছে, স্টেডিয়াম থেকে মাত্র দুই কিলোমিটার দূরের স্থানীয় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফাইনাল কাভার করতে যাওয়া সাংবাদিকরা জানিয়েছেন, প্রেসবক্স থেকে স্পষ্টই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গেছে। ধোঁয়ায় ছেঁয়ে গেছে পুরো এলাকা। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে ইতিহাস গড়বে ইন্টার মিলান। ম্যানচেস্টার সিটিও আছে নতুন ইতিহাসের অপেক্ষা। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতা দলটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post