ফাতি-লেভানডফস্কিদের গোলে আরো উপরে বার্সা

0
61

স্পোর্টস ডেস্ক:: লা লিগায় শিরোপার দৌড়ে উপরেই ছিলো বার্সেলোনা। লেভানডফস্কির জোড়া গোলের সঙ্গে আনসু ফাতি ও টরেসের গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে আরো উপরে উপরো বার্সা। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে দলটি। এলচে ৪-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে জাভির দল।

রাতের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে কোনো সুবিধাই করতে পারেনি এলচে। লেভানডফস্কির জোড়া গোলের দিনে চার গোল হজম করেছে তারা। শোধ দিতে পারেনি একটি গোলও। এই জয়ে ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট বার্সার। দুই থাকা রিয়ালের ২৬ ম্যাচে ৫৬ রানে।

চার গোলের ম্যাচটিতে প্রথমার্ধে একটি গোল পেয়েছিলো বার্সা। দ্বিতীয়ার্ধে এলচের জালে আরো তিনবার বল পাঠিয়েছে দলটি।

ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় জাভির দল। ম্যাচের ২০তম মিনিটে মার্কোসের ফ্রি কিক থেকে চমৎকার হেডে বল জালে পাঠান লেভানডফস্কি। শুরুতে পিছিয়ে পড়া এলচে প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুর মিনিট দশেক পরই আনসু ফাতি দলকে এগিয়ে দেন। ম্যাচের ৫৬তম মিনিটেই বার্সা তাই এগিয়ে যায় ২-০ গোলে। এর মিনিট দশেক পরেই ব্যবধান আরো বাড়ান লেভানডফস্কি। ম্যাচের ৬৬তম মিনিটে নিজের জোড়া গোলে দলকে এগিয়ে দেন ৩-০ গোলে।

বড় ব্যবধানে পিছিয়ে পড়া এলচে আর ঘুরে দাঁড়াতে পারেনি। বার্সার রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি দলটি। ম্যাচের ৭০তম মিনিটে আবারো বার্সা গোল করেন টরেস। বার্সার ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here