স্পোর্টস ডেস্কঃ ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় নাম আছে হুলিয়ান আলভারেজেরও। সঙ্গে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং নরওয়েজিয়ান ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড।
আজ (বৃহস্পতিবার) ১২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় নাম নেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এছাড়া নেই ব্রাজিলের নেইমার জুনিয়রও। গত মৌসুমে ৫৩ বলে ৫২ গোল করেন হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।
কদিন আগে উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন হালান্ড। এদিকে এর আগে সর্বোচ্চ পাঁচবারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার পেয়েছেন মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা অর্জনের পর তিনি গত বছর সর্বশেষ এই পুরস্কার পেয়েছিলেন। তার সঙ্গে এবার লড়াইয়ে আছেন স্বদেশি সতীর্থ ও ম্যানসিটি তারকা জুলিয়ান আলভারেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post