স্পোর্টস ডেস্কঃ ফেডারেশন কাপের শেষ আটের লাইনআপ চূড়ান্ত হলেও, ভেন্যু চূড়ান্ত ছিল না। অবশেষে কোয়ার্টার ফাইনালের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। নকআউট পর্বে শুধুমাত্র কোয়ার্টার ফাইনালই নয়, ভেন্যু চূড়ান্ত করা হয়েছে সেমি ফাইনাল ও ফাইনালের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় বৃহস্পতিবার চূড়ান্ত হয় ভেন্যু।
এবারের আসরের চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। আর বাকি দুটি ম্যাচের একটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে। অপর ম্যাচটি আয়োজিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
সেমি ফাইনালের প্রথম ম্যাচটি আয়োজিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে। আর অপর সেমি ফাইনাল ম্যাচ আয়োজিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। সবশেষ ফাইনাল ম্যাচ আয়োজিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। শিরোপা নির্ধারনী ফাইনাল ম্যাচ হবে ৩০ মে।
চারটি কোয়ার্টার ফাইনালের প্রথমটি অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল মুন্সিগঞ্জে। যেখানে মুখোমুখি লড়বে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ১১ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জে মুখোমুখি আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
১৮ এপ্রিল কুমিল্লায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আর চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ২ মে মুন্সিগঞ্জে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা