স্পোর্টস ডেস্কঃ বক্সিং ডে টেস্টে লড়াই চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। ঐতিহ্যবাহী মেলবোর্নে তৃতীয় দিন শেষে এগিয়েই আছে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে দলটি ২৪১ রানের লিড নিয়েছে। বড় পুঁজির দিকে ছুটছে অজিরা, পাকিস্তানকে দিতে চায় বড় লক্ষ্য। অপরদিকে সেই লক্ষ্য কমাতে পারত পাকিস্তান। কিন্তু প্রথম ইনিংসের মতো এবারও ক্যাচ মিসে সর্বনাশ হয়েছে তাদের।
আগের দিন অস্ট্রেলিয়ার ৩১৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করা পাকিস্তান ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করে। মোহাম্মদ রিজওয়ান ২৯ ও ২ রান করে অপরাজিত ছিলেন আমির জামাল। তারাই আবার আজ ব্যাটিং করতে নামেন।
তবে শেষ পর্যন্ত পাকিস্তান ২৬৪ রানে অলআউট হয়ে পড়ে। ৪২ রান করেন রিজওয়ান। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন জামাল। এর আগে সর্বোচ্চ ৬২ রান আসে ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে। ৫৪ রান করেন অধিনায়ক শান মাসুদ।
অজিদের হয়ে প্যাট কামিন্স একাই শিকার করেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো পাঁচ উইকেট নিলেন তিনি। এছাড়া ৪ উইকেট নেন স্পিনার নাথান লায়ন।
৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এরপরই স্বাগতিকদের চেপে ধরেন পাক বোলাররা। দলীয় মাত্র ১৬ রানেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। এর মধ্যে দলের ও নিজের রানের খাতা খোলার আগেই আউট হন খাজা। গোল্ডেন ডাকের দেখা পান হেড। ক্যারিয়ারের শেষ বক্সিং ডে টেস্ট খেলতে নামা ওয়ার্নার থামেন ৬ রান করে।
শাহীন-হামজার আগুনে পেসে বিপর্যয়ে পরার পর জুটি বাঁধেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। তবে দলীয় ৫০ রানের আগেই ফিরতে পারতেন মার্শ। অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ৪ উইকেটে ৪৬ রান, তখন আমির জামালের বলে স্লিপে ক্যাচ তুলে দেন মার্শ। কিন্তু একেবারে সহজ সেই ক্যাচ ছেড়ে দেন শফিক। সাথে সাথেই সবার মাথায় হাত। জামাল নিজেও দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন, নিজেকেও বিশ্বাস করতে পারছিলেন না, এমন ক্যাচ ছাড়লেন কী করে!
সেই ক্যাচ মিসের ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে। ২০ রানে জীবন পাওয়া মার্শ শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ৯৬ রান করে। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে অবশ্য আউট হয়েছেন তিনি। তবে এর আগে স্মিথের সাথে ১৫৩ রানের অনবদ্য জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। লিড পার করেছেন দুইশ’র ঘর।
সেই স্মিথও আউট হয়েছেন। তবে এর আগে ৫০ রান করে যান তিনি। স্মিথের আউটের পরপরই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান। লিড দাঁড়িয়েছে ২৪১ রানে। ১৬ রানে অপরাজিত অ্যালেক্স ক্যারি। চতুর্থ ইনিংসে লক্ষ্য নিজেদের নাগালে রাখতে হলে অজিদের দ্রুতই কাল অলআউট করতে হবে পাকিস্তানের।
এই ইনিংসে এখন পর্যন্ত ৩টি করে উইকেট শিকার করেছেন শাহীন আফ্রিদি ও মীর হামজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post