স্পোর্টস ডেস্কঃ মাত্র ২৬ বছরেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ইতোমধ্যে সাদা পোশাক থেকে অবসরের কথা শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছেন। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেন নি হাসারাঙ্গা। চার টেস্ট খেলে তার উইকেট চারটি। ব্যাট হাতে ঝড়ো একটি ফিফটি করেছেন অভিষেক ইনিংসে। গত প্রায় আড়াই বছরে টেস্ট ক্রিকেটে দেখা যায়নি তাকে। সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে আরও অনেকের পথই বেছে নিলেন হাসারাঙ্গা। ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। বিদায়ী বার্তায় তিনি জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ দিতেই জাতীয় দলকে বিদায় বলেছেন। এদিকে হাসারাঙ্গার জন্য বিষয়টি একই না হলেও এর পেছনে আছে বিশ্বের আনাচেকানাচে আয়োজিত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
এদিকে টেস্টে বিবর্ণ হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন হাসারাঙ্গার। শ্রীলঙ্কার জার্সিতে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনি ৫৮টি ম্যাচ খেলে ৫৩৩ রানের করেছেন এবং ৯১টি উইকেট নিয়েছেন। আর ওয়ানডেতে ৪৮ ম্যাচ খেলে ৮৩২ রান ও ৬৭ উইকেট সংগ্রহ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post