স্পোর্টস ডেস্কঃ ১৯৯৯ সালের জুলাইয়ে যাত্রা শুরু করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ‘বার্সা টিভি’। সেই বার্সা টিভির ২৪ বছরের পথচলা থেমে যাচ্ছে এবার। তাতে প্রায় ১০০ কোটি টাকার মতো বেঁচে যাবে। জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম মুন্দো ডেপোর্তিভো বার্সা টিভির বন্ধ হওয়ার কথা জানিয়েছে। এ বছরের ৩০ জুন বন্ধ হচ্ছে বার্সা টিভির সম্প্রচার কার্যক্রম।
এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, টেলিভিশন চ্যানেল বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। বার্সা টিভির সম্প্রচার যে সংস্থার মাধ্যমে হতো, সেই টেলেফোনিকার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বার্সেলোনা। বার্সা টিভি বন্ধ হওয়ায় চাকরি হারাতে পারেন প্রায় ১৫০ জন।
আর্থিক সংকটে পড়ায় বার্সেলোনা মূলত ব্যয় কমানোর জন্যই এমনটা করছে। এক প্রতিবেদনে জানা গেছে, টিভির সঙ্গে চুক্তি না করায় বার্সেলোনার প্রায় ৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৯৩ কোটি ৫১ লাখ টাকা) বেঁচে যাচ্ছে। যদিও শতাধিক কর্মী চাকরি হারাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০