স্পোর্টস ডেস্ক:: পিএসজির কোচের চুক্তির মেয়াদ ছিলো দুই বছর। তবে দুই বছর নয়, এক বছর যেতে না যেতেই বরখাস্ত হচ্ছেন ক্রিস্তোফ গালতিয়ে। ফরাসি ক্লাবটি কোচকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তির মেয়াদ ফুরাবার এক মাস আগেই তাই চাকরি হারাচ্ছেন তিনি।
দিন দু’এক আগেই গালতিয়ে মেসির আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দিয়ে ছিলেন। জানিয় ছিলেন, শনিবারই ক্লেরমঁর বিপক্ষে ক্লাব জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা। শনিবারের আগেই তার বিদায়ের খবরও এলো গণমাধ্যমে।
ফরাসি গণমাধ্যম লেকিপ জানিয়েছে, পিএসজি কর্তৃপক্ষ গালতিয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবটি তিনি গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে নিয়োগ পান। কিন্তুু নানা কারণে মেয়াদের এক বছর থাকতেই তাকে সরিয়ে দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।
পিএসজির দায়িত্ব নিয়ে দারুণ শুরু করেছিলেন গালতিয়ে। তবে কাতার বিশ্বকাপ বিরতির পরই ছন্দ হারান তিনি। লিগ ওয়ানের শিরোপা জিতলেও ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় হয় পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলোতেও তার বিদায় গালতিয়ের শেষের আরেকটি কারন।
৫৬ বছর বয়সী ফরাসি এই কোচ পার্ক দ্য প্রিসেন্সের ডাগআউটে আজ শনিবার দাঁড়াবেন শেষবারের মতো এমন খবর দিয়ে লেকিপ জানিয়েছে, মালিকপক্ষ তাকে আর চাইছেন না কোচের দায়িত্বে। নতুন কোচ খুঁজাও শুরু করে দিয়েছে ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post