নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্ট শুরুর আগেই জয়ের আত্মবিশ্বাস দেখিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে টাইগাররা।
সিলেটে কিউইদেরকে ১৫০ রানে হারিয়ে সংবাদ সম্মেলনে শান্ত দাবি করলেন, নিজের ভেতরের সত্যিকারের বিশ্বাস থেকেই জয়ের কথা তিনি বলেছিলেন। শান্ত বলেন, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম। দলের কাউকে মোটিভেট করার জন্য বলিনি। সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম যে, এখানে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা যে শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ছিল।’
শান্ত আরও বলেন, ‘আমি যখন দেখেছি প্রতিটি খেলোয়াড় ওভাবে চিন্তা করছে তখনই আমার মধ্যে বিশ্বাসটা এসেছে। যে আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমার তখনই করেছি। আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং অ্যাটাক, ব্যাটিংয়ে যে শক্তি আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা আলাদা আলাদা করে যেমন শক্তি ছিল আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাবো আর জিতে যাবো। এরকম হবে না। আবার ওই পাঁচদিন কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করবো যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post